মুরগির চুনা পায়খানার কারন ও তার প্রতিকার

 


মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় করা অনেকটাই সহজ। মুরগির রোগের সূত্রপাত হয় খাবারের গরমিল হওয়া থেকে। এর ফলে পায়খানায় দেখা দেয় সংক্রমণের আভাস। চলুন জেনে নেওয়া যাক মুরগির চুনা পায়খানা ও গলা খক খক করা রোগের সমাধান।

মুরগি সাধারনত ঠাণ্ডা জনিত সমস্যার কারনে চুনা পায়খানা করে।  

মুরগী সাদা পায়খানা করে এবং মারা যায় ভোরভোরা হয়ে যায়। এর প্রতিকারের জন্য

জেন্টামাইসিন .৩ মিলি করে ইনজেকশন দিতে হবে।

এছাড়াও মুরগী জিমায়, চুনা চুনা পায়খানা করে, অবশেষে মারা যায়। এর জন্য রেনামাইসিন ১ লিটার পানির সাথে ১ গ্রাম হারে মিশিয়ে পরপর ৫ দিন খাওয়াতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.